২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

ছোট গল্প : তৈলচিত্রের ভূত
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘ছোট গল্প : তৈলচিত্রের ভূত’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :
মারুফের মা মারা গেছে কিছু দিন হলো। এরপর থেকে সে মানসিক দিক দিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছে। মায়ের কথা যখনেই মনে পড়ে তখনই সে মা মা বলে ডুকরে কেঁদে ওঠে। এতে বাড়ির সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ল। গ্রামের সবচেয়ে মুরব্বি ব্যক্তিটি তাকে কবিরাজের কাছে নিয়ে যেতে বলল। তার ধারণা মারুফকে ভূতে ধরেছে।

১২। উদ্দীপকের আবহটি তোমার গঠিত কোন রচনার সাথে সম্পৃক্ত?
(ক) প্রতিবন্ধিতা ও তার প্রতিকার
(খ) ভাষা ও শিক্ষা
(গ) রবীন্দ্রনাথের কথা
(ঘ) তৈলচিত্রের ভূত

১৩। মারুফের মাঝে মূলত যে বিষয়টি ভীষণভাবে উপস্থিত-
(i) মানসিকভাবে বিপর্যস্ত
(ii) পাগলামি ভাব
(iii) অশরীরী আত্মা ভর করেছে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ঘ) i ও iii

১৪। পরাশর ডাক্তার কখন নগেনকে তার বাইরের ঘরে অপেক্ষা করতে বলেছিলেন?
(ক) সকাল নয়টায়
(খ) রাত তিনটায়
(গ) রাত ঠিক বারোটায়
(ঘ) দুপুর ঠিক বারোটায়
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :
‘সিনথিয়ার বাবার অনেক টাকা। দাস-দাসীর অভাব নেই। কিন্তু সিনথিয়া স্কুলের বেতন চাইলেই বাবা পরে দিবেন বলে জানান। বাজারে গেলে বড় মাছটা না কিনে ছোট মাছ এবং কম দামে যেটা কেনা যায় তাই নিয়ে বাড়ি ফেরেন।’

১৫। উদ্দীপকের বাবার চরিত্রে ‘তৈলচিত্রের ভূত’ রচনায় কার স্বভাব লক্ষণীয়?
ক) নগেন
খ) নগেনের বাবা
গ) পরেশ
ঘ) নগেনের মামা

১৬। উক্ত চরিত্রের কোন দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে?
i) কুসংস্কার
ii) কৃপণতা
iii) নির্লিপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ঘ) i ও iii

১৭। নগেন আলো জ্বালানোর কথা বলতে পরাশর বাবু কী উত্তর দিলেন?
(ক) না (খ) হ্যাঁ
(গ) কেন (ঘ) হু
১৮। তৈলচিত্রের ধাক্কা খেয়ে পরাশর ডাক্তার কতক্ষণ চোখ বুজে বসে রইলেন?
(ক) মিনিট পাঁচেক
(খ) ঘণ্টাখানেক
(গ) মিনিটখানেক
(ঘ) মিনিট দশেক

১৯। মামা নিজের ছেলেদের সমান টাকাকড়ি রেখে গেছেন নগেনের জন্য-
(i) মামার প্রতি শ্রদ্ধাভক্তি বাড়ল
(ii) আত্মগ্লানি বড়ল
(iii) নগেন লজ্জিত ও অনুতপ্ত হলো
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii
ঘ) i, ii ও iii
উত্তর: ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. ক, ১৯. ঘ।


আরো সংবাদ



premium cement